শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চার বছরের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষর্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলন, গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী চার বছরের কোর্সকে ৩ বছর করবেন বলে মন্তব্য করেছেন। তার মন্তব্য অগ্রহণযোগ্য। কারণ স্বল্প সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবে না। প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করা সম্ভব হবে না। এতে চাকরি ক্ষেত্রে শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন