মা বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকাপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (গাঘড়াকাটা) গ্রামের মো. সোহাগ ভূঁইয়া।
হেলিকপ্টার ও ব্যতিক্রমী এ বিয়ে দেখতে কান্দুঘর উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমান এলাকার উৎসুক জনতা। মো. সোহাগ ভূইয়া ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. সোহাগ ভূইয়া একজন ইতালি প্রবাসী। তার বৃদ্ধ মা-বাবার স্বপ্ন পূরণ করতে তিনি হেলিকাপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. হুমায়ন কবির ও মোসা. পারভীন আক্তারের মেয়ে মৌসুমী আক্তারের সাথে তার বিয়ে ঠিক হয়। তিনি গত বৃহস্পতিবার দুপুরে তার নিজ এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে ও অর্ধশতাধিক মাইক্রো বাস ও শতাধিক মোটরসাইকেল নিয়ে কনের বাড়িতে যান। সেখানেও হেলিকাপ্টার ও এমন ব্যতিক্রমি আয়োজন দেখতে ওই এলাকার উৎসুক জনতা ভিড় করেন।
বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, থানার ওসি অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও গণ্যমান্য সামাজিক লোকজন।
এ ব্যাপারের সোহাগ ভূইয়ার মামা লুৎফুর সরকার বলেন, আমার বোন আর ভগ্নিপতির স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়িয়ে ছেলের বৌ ঘরে তোলবেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন কতে আমাদের এই আয়োজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন