শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

নরসিংদী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের মৃত ফারুক হোসেনের মেয়ে রাবেয়া আক্তার সাথীর নিজ বাড়িতে তার স্বামী পুলিশের সাব-ইন্সপেক্টর মীর ইলিয়াস হোসেন সোহেলের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছে। উক্ত সংবাদ সম্মেলনে রাবেয়া আক্তার সাথী বলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার খোজেখানী গ্রামের শফিউদ্দিনের ছেলে মীর ইলিয়াস হোসেন সোহেলের সাথে গত ১ মার্চ ২০২১ ৫০ লাখ টাকা রেজিস্ট্রি কাবিন মূলে আমাদের বিয়ে হয়। তখন মীর ইলিয়াস হোসেন সোহেল মিথ্যা প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শন করে আমাকে বিয়ে করে। বিয়ের পর থেকেই আমার ওপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। পরে ৩০ লাখ টাকা যৌতুকের দেয়ার জন্য আমার ওপর চাপ সৃষ্টি করে। বিয়ের আগে প্রতারক সোহেল আমাকে বলে তার কোন স্ত্রী-সন্তান নেই। কিন্তু বিয়ের পর খোঁজ খবর নিয়ে দেখি তার দু’টি সন্তান ও স্ত্রী রয়েছে। তারপরও আমি সংসার করার জন্য অনেক চেষ্টা করি। কিন্তু তার যৌতুক দাবির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নরসিংদী আদালতে একটি যৌতুক মামলা দায়ের করি। মামলা করার পর থেকে সে আমার বিরুদ্ধে মানহানিকর মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং হুমকি প্রদান করছে, যে আমাকে প্রাণে মেরে ফেলবে এমনকি আমার মেয়ে ও ছোট বোনকে অপহরণ করে নিয়ে যাবে। প্রতারক সোহেল মামলা থেকে বাঁচার জন্য আমার জীবন নাশের হুমকিসহ মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন