শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ৩:৫৯ পিএম

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানা এলাকায় ১ জন, বেগমগঞ্জে ৭ জন, চরজব্বর ১ জন এবং সোনাইমুড়ীতে ৩ জন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, সুবর্ণচর উপজেলার শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক মো.চাঁন মিয়া (৪৩), জেলা বিএনপির সমর্থক বেগমগঞ্জের রসুলপুরের ৫নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ (৪৪), আব্দুর রহমান (৩২), নূরনবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭) , চৌমুহনী পৌরসভার করিমপুরের তোফায়েল (৬৬), চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো, সুফল (৩৫), ৪ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৫৭) , সোনাইমুড়ী উপজেলার কৌশলাবাগের বিএনপি কর্মি সালমান মুহাম্মদ আহসান ভূঁইয়া (৪৬), ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মোতালেব (৪৫) এবং মাসিমপুর ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক নূরনবী (৩৪)।

এসপি আরও জানায়, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohmmed Dolilur ২৯ আগস্ট, ২০২২, ৪:৫০ পিএম says : 0
কি কারনে গ্রেফতার,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন