শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নওগাঁয় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক সমাবেশ

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

‘দুনিয়ার মজদুর একহও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নওগাঁ জেলা ধান বয়লার ও অটো সার্টার শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতেই শহরের দক্ষিণ সুলতানপুর ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশে নওগাঁ জেলা ধান বয়লার ও অটো সার্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, নওগাঁ জেলা ধান বয়লার ও অটো সার্টার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মহসীন রেজা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখার সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। এসময় বক্তারা বলেন শ্রমিকদের বাদ রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা একেবারেই অসম্ভব। কারণ বাংলাদেশ শ্রমিক নির্ভর একটি দেশ। তাই দ্রুত মজুরি বৈষম্য দূর করে শ্রমিকদের একটি সম্মানজনক মজুরি নির্ধারন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন