বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হোমিও চিকিৎসকদের মানববন্ধন

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

নওগাঁয় দেশের বিভিন্ন স্থানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, চেম্বার ও ফার্মেসি বন্ধ কর্মসূচি পালন করেছে হোমিও চিকিৎসকরা।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নওগাঁ শাখা এবং নওগাঁ হোমিওপ্যাথিক সকল ডাক্তার ও ব্যবসায়ীবৃন্দরা একযোগে গত রোববার এই কর্মসূচি বাস্তবায়ন করে। এদিন দুপুরে কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ব্রিজের মোড়ে গিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি নওগাঁ শাখার সভাপতি ও নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ আল সাফায়েত শামীম, সিনিয়র প্রভাষক সেকেন্দার আলী, শিক্ষক প্রতিনিধি সাগর হোসেন, শহরের হোমিও চিকিৎসক ডা. শশাঙ্ক সরকার, ডা. আলমগীর হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন হোমিও চিকিৎসকরা দেশের এক অমূল্য সম্পদ। কিন্তু ইদানিং তাদেরকে বিনা কারণে হয়রানী করা হচ্ছে। হোমিও চিকিৎসকরা অন্যান্য চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি গুরুত্বপূর্ন ভূমিকা রেখে যাচ্ছেন। তাদেরও আত্মসম্মান রয়েছে। কেন তাদেরকে তুচ্ছ ভাবা হচ্ছে। দ্রুত এই হয়রানী বন্ধ করে হোমিও চিকিৎসকদেরকে যথাযথ সম্মান প্রদান করে দেশের হোমিও চিকিৎসা ব্যবস্থাকে আরো গতিশীল করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি। তা না হলে আমরা দেশের হোমিও চিকিৎকরা আগামীতে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন