মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাপের ছোবলে মো. পারভেজ বেপারী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার দিনগত রাত দেড়টায় লৌহজং উপজেরার বৌলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক এখানে সাপেকাটা রুগীর ভ্যাকসিন নেই বলে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পারভেজ বৌলতলী গ্রামের মো. হান্নান বেপারীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। নিহতের ছোট ভাই মো. পলাশ বেপারী জানান, প্রতিদিনের মত আমরা দু’ভাই একসাথে ঘুমিয়েছি। রাত দেড়টার দিকে পারভেজ ভাই আমাকে বলে আমার ডান হাতের আঙ্গুলে কি যেনো কামড় দিছে। এরপর থেকে চোখে ঝাপসা দেখতেছে। আমরা সাথে সাথে হাতে রশিদিয়ে বাঁধ দিয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলে আমাদের এখানে সাপেকাটা রোগীর ভ্যাকসিন নাই। তারা ঢাকায় নিয়ে যেতে বলে। আমরা ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই আরোও বলেন, যদি আমাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীর ভ্যাকসিন পাওয়া যেত তাহলে আমার ভাই মারা যেতো না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহিন জানান, রুগীকে অনেক লেট করে হাসপাতালে নিয়ে আসে এবং রুগীর পলস ছিলো না। এখানে শ্বাসযন্ত্র ব্যবস্থা নেই। তাই রুগীকে ঢাকায় রেফার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন