গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে । বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আমতলী ইউনিয়নের মনসা বাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, আমতলী ইউনিয়নের মনসা বাড়ী বাজারে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের মো. ফিরোজ আহমেদের গার্মেন্টেসের দোকান, সেলিম মেম্বার, ফরিদ আহমেদ, পনির শেখ, রেয়াজুল শেখ ও হারুন শেখের দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় স্হানীয়দের সহযোগীতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ফিরোজ আহমেদ ও ফরিদ আহমেদ জানান, আগুনে আমাদের দোকানের সবকিছু পুড়ে গেছে। এতে এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যাবসায়ীরা ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন