বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাটোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের হামলায় ১ জন আহত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৮ পিএম


নাটোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের হামলায় শামীম হোসেন নামের ১ জন যুবদল কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার শহরের অলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে যোগদিতে আসার সময় ছাত্রলীগ কর্মীদের হামলায় ঐ যুবদল কর্মী আহত হন। ছাত্রলীগের ছোড়া ইটের আঘাতে রক্তাক্ত জখম হন ঐ যুবদল কর্মী। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছাত্রলীগ এই হামলার অভিযোগকে অস্বীকার করেছে।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়। জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, রুহুল আমিন তালুকদার টগর প্রমুখ। বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিএনপির আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীতে অংশ নিতে আসা নেতা কর্মীদের হামলা ও ধাওয়া করে ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা পুলিশের সামনেই লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। তাদের হামলায় শামীম হোসেন নামে যুবদলের এক কর্মী রক্তক্ত জখম হয়। তার মাথা ফেটে যায়।
এ ঘটনায় নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেছেন, ছাত্রলীগ বিএনপির নৈরাজ্যের প্রতিবদে মিছিল করেছে। বিএনপির কোন নেতা বা কর্মীর ওপর হামলা করেনি। ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করতে তারা মিথ্যাচার করছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বিএনপির কর্মসূচীতে কোন হামলা বা মারপিটের ঘটনা তাদের জানা নেই। এ ব্যাপারে কেউ কোন অভিযোগও দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন