রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৪ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে পিয়ার আলী(১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মাঠে এ বজ্রপাত হয়।

নিহত পিয়ার আলী উপজেলার মানিকখাড়ি গ্রামের সলেমান আলীর ছেলে। তিনি কৃষি জমিতে শ্রমিকের কাজ করছিল। আহতরা হলেন একই গ্রামের তসলিম উদ্দিন ছেলে মহসিন আলী(২৫),আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী(২৮),জবিবর রহমানের ছেলে আব্দুল হক(২৫)


স্থানীয়রা জানান, মৌসুমী কৃষি কাজের জন্য ৮ জন কৃষি শ্রমিকের কাজ করছিল।

শুক্রবার সকাল ১১টার দিকে প্রচণ্ড মেঘ ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠের মধ্যে কাজ করতে ছিলেন। হঠাৎ তাদের ওপর প্রচণ্ডভাবে বজ্রপাত হলে পিয়ার আলী ঘটনাস্থলেই নিহত হয়। অপর ৩ জন আহত হন। আহতদের মধ্যে মহসিন আলী গুরুতর হওয়ায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দানেশ আলী ও আব্দুল হককে গ্রামে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন