নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া রংপুরের বদরগঞ্জে নিজ ফ্যান লাইন ঠিক করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. আসলাম হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বিলশা পূর্বপাড়া গ্রামের মৃত-মোজাহার আলীর ছেলে। জানা যায়, গতকাল শুক্রবার সকালে বিলশা গ্রামের নিজ বাড়িতে টিউবওয়েল মেরামত করার সময় অসাবধানতা বসত বিদ্যুতের তারের সাথে টিউবওয়েলের রড পাইপ লাগে। ঘটনাস্থলেই তিনি চিৎকার দিয়ে পরে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা জানান, রংপুরের বদরগঞ্জে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার লাইন ঠিক করতে গিয়ে জিল্লুর রহমান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিল্লুর রহমান শংকরপুর মধ্যপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, জিল্লুর রহমান সন্ধ্যায় নিজ ঘরের বৈদ্যুতিক পাখা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন