শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিজয়নগরে ৮ ঘর উড়িয়ে নিলো টর্নেডো

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পাহাড়পুর ইউনিয়নের সদেবপুর গ্রামে গতকাল বিকেলে হঠাৎ করে ভয়ানক টর্নেডোর উৎপত্তি হয়। টর্নেডোর আঘাতে মুহূর্তেই চারটি বাড়ির আটটি বসতভিটা ধ্বংস হয়ে যায়।
টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন আহত হয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

উৎপত্তিস্থল থেকে চারটি বাড়ি ধ্বংস হওয়ার পর টর্নেডো পার্শ্ববর্তী বিলের দিকে যায়। প্রায় দুই কিলোমিটার লম্বা বিলের মধ্য দিয়ে গিয়ে টর্নেডো শক্তি হারিয়ে দুর্বল হয়ে যায়।

স্থানীয় জনগণ অতীতে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরর গ্রামে এবং আজমপুরে ভয়াবহ টর্নেডোয় মারাত্মক ক্ষয়ক্ষতি দেখেছেন। পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন