এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শ্রীলংকার কাছে দুই উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।
আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় ক্রিকেটাররা। এশিয়া কাপ খেলতে গত ২৩ আগস্ট দেশ ছেড়েছিল টাইগাররা।
সংযুক্ত আরব আমিরাতে ১০ দিনেই টাইগারদের মিশন শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে সাকিব বাহিনী। আশাব্যঞ্জক ক্রিকেট খেলতে না পারলেও দুই ম্যাচেই জয়ের বেশ সম্ভাবনা ছিল টাইগারদের। দুটি ম্যাচেই তিরের খুব কাছে গিয়ে তরী ডুবেছে। শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সাকিবের দল।
বাদ পড়ার পর দুবাই থেকে ঢাকা ফেরার টিকিট ম্যানেজ করতে বেশ ঝামেলাই হয়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত টিকিটের ব্যবস্থা হওয়ায় শুক্রবার রাতেই দুবাই ছাড়েন সাকিবরা।
তবে দলের সঙ্গে ঢাকায় ফিরেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। দুবাই থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। পরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন