শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ছাগলনাইয়ায় সন্ত্রাসী হামলায় যুবক আহত

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ছাগলনাইয়ার সমিতিবাজারে ওমর ফারুক সাদ্দাম নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবার রাত ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাদ্দাম নিজকনজুরা গ্রামের মনকাজি ভুঁইয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে। সে পেশায় পিকআপ চালক। সাদ্দামের স্বজনরা জানান, শনিবার রাত ৯টায় মোবাইলে ফ্ল্যাক্সিলোড নিতে সমিতিবাজারে যান সাদ্দাম। এ সময় পারভেজের নেতৃত্বে কয়েকজন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়।
ঘোপাল তদন্ত কেন্দ্রের এসআই এনামুল হক রাতে এ বিষয়ে সাংবাদিকের বলেন, ‘সমিতি বাজারে সাদ্দাম নামে এক ছেলেকে পারভেজ মারধর করেছে শুনেছি। এখনও কেউ অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি আমরা দেখবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন