শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নিখোঁজের ৩ দিন পর ভাসমান লাশ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রামগড় পৌরসভাধীন ১নং পৌর ওয়ার্ডের মন্দির ঘাটস্থ মাটিরাঙা এলাকার নিখোঁজের ৩ দিন পর ফেনী নদী থেকে পরিবারের লোকজন ভাসমান অবস্থায় অর্ধ গলিত লাশ উদ্ধার করে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল হক জানান, নিহত লকডোম ত্রিপুরা (২২) খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার ওয়াসু তৈইকুমবা পাড়ার মৃত নবীন কুমার ত্রিপুরার ছেলে। তিনি এ প্রতিনিধিকে বলেন, নিহত লকডোম ত্রিপুরা ছোটকাল থেকে মৃগী রোগে অসুস্থতায় ভোগছিলেন। এ রোগে তিনি প্রায় সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গত ২ সেপ্টেম্বর বিকাল থেকে নিখোঁজের ৩দিন পর গতকাল সন্ধান পেয়ে ফেনী নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর ও তদন্তকারী এসআই সামছুল এবং বিজিবির কাঁশীবাড়ি টহল টিমের নায়েব সুবেদার অফিসারের উপস্থিতিতে লাশ উদ্ধারসহ সার্বিক কার্যক্রম করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন