সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভিজিডির চাল আত্মসাতের। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গঠন করেছেন ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। গত রোববার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বরাবরে অভিযোগ করেন ভোক্তভোগী ৪১ জন হতদরিদ্র নারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- চলতি ২০২১-২০২২ অর্থ বছরে দুই বছর মেয়াদে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি করে চাল দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ কর্মসূচী গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বাস্তবায়িত নিরাপত্তামূলক একটি অন্যতম সামাজিক কার্যক্রম। এ কার্যক্রম সম্পূর্ণরূপে দুস্থ পরিবার বিশেষত নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে। অন্যান্য সময়ের মতো এবার অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল ভিজিডির। এতে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে চলতি চক্রে ৮০টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। যার মাধ্যমে ভিজিডি কার্ডধারী উপকারভোগী নারীদের প্রতি মাসে ৩০ কেজি প্যাকেটজাত খাদ্য (চাল) সহায়তা দেওয়া হয়ে থাকে। তাদের মধ্যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই চাল প্রদান শুরু হয়। কিন্তু ৪১ জন নারীর নামে কার্ড থাকলেও ইউপি চেয়ারম্যান বিষয়টি গোপন রেখে জুন মাসের ৩০ কেজি করে মোট ২ হাজার ৪০০ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে করা হয়েছে অভিযোগ। বিষয়টি নিয়ে অভিযোগকারী নারীরা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল কাছে গেলে তিনি বলেন, ‘তোমাদের নামে বরাদ্দ নেই।’ চেয়ারম্যানের এমন তথ্যের ভিত্তিতে অভিযোগকারী নারীরা বাধ্য হয়ে বিষয়টি লিখিতভাবে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের কাছে অভিযোগ জানান। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও ভোক্তভোগি নারীদের নামের বরাদ্দকৃত কার্ড জব্দ করে গঠন করেন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ।
কমিটির সদস্যরা হলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রূপক রঞ্জন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ তাসলিমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ তাসলিমা বলেন- ‘গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তদন্তের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। যার নামে কার্ড বরাদ্দ হয়েছে, নীতিমালা অনুসারে চাল পাবেন তিনিই। জনপ্রতিনিধির কাছে কার্ড রাখার নেইকোনো বিধান। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া হেলাল। তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন- তদন্ত প্রতিবেদন পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন