শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বজ্রপাতে ৬ জেলায় ৮ জন নিহত

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শেরপুরে পৃথকস্থানে দু’জন, মানিকগঞ্জের ঘিওরে ১ জন, ফরিদপুরের মধুখালীতে এক কৃষক, সাতক্ষীরার দেবহাটায় নবম শ্রেণির ছাত্র ও নাটোরের বড়াইগ্রামের কৃষক বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে আশরাফুল (৪০) ও জাহাঙ্গীর (৪৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া মিরপুরের চিথলিয়া ইউনিয়নে পৃথক বজ্রপাতে আহত হয়েছেন কয়েকজন। গতকাল সকালে ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর ও মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল এবং মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর। ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, মসলেমপুর গ্রামে জিকে খালে মাছ শিকার করছিলেন আশরাফুল নামে এক জেলে। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করা অবস্থায় কৃষক জাহাঙ্গীরের মৃত্যু হয়।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুরের নকলায় পৃথকস্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকা ও উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর এলাকার মৃত. সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)। নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে বাইলজুরি গ্রামের আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম চরবাইলজুরি গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী। ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতের ঘটনার আনোয়ারা বেগম মারা যায়।
সাতক্ষীরা জেলা সাংবাদদাতা জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা ফুটবল মাঠে বজ্রপাতে নবম শ্রেণির ছাত্র শুভজিত নিহত হয়েছে। এসময় মারাত্মক জখম হয়েছে আরো দুজন। গত সোমবার দুপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শুভজিত ভাতশালা গ্রামের রাজু›র ছেলে। সে ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো করতো। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, শুভজিতসহ কয়েকজন সহপাঠী বিদ্যালয় সংলগ্ন মাঠে দুপুরে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টি নামে। হঠাৎ বজ্রপাতে শুভজিত নিহত হয়। আর দুজন মারাত্মকভাবে জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, মাঠে কৃষি কাজ শেষে বাড়ি ফেরার পথে শফিকুল ইসলাম নামে এক কৃষক বজ্রপাতে নিহত হন। ফরিদপুর মধুখালী উপজেলার গাজনা ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া জানান, শফিকুল ইসলাম মথুরাপুর গ্রামে নানা বাড়িতে থাকতেন। গত সোমবার দুপুরে প্রচন্ড বৃষ্টিপাতের সময় মথুরাপুর মাঠে কৃষিকাজ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর হন। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শফিকুলের মৃত্যু হয়।
বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করার সময় গতকাল মঙ্গলবার আকস্মিক বজ্রপাতে বেলাল হোসেন মিয়াজী (৪৫) নামে এক কৃষক নিহত ও সেলিম হোসেন (৩২) নামে অপর এক কৃষি শ্রমিক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর বিলে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন মিয়াজী পাশের আটঘরিয়া গ্রামের আবুল হোসেন মিয়াজীর ছেলে এবং আহত সেলিম হোসেন একই গ্রামের আবুল হাশেমের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন