বন্ধুদের নিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে রাহাদ (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার চাঁদপাড়া নামক এলাকায় শাখা যমুনা নদীতে গোসল করতে নেমে এ ঘটনাটি ঘটে।
নিহত রাহাদ উপজেলার পৌর শহরের কাঁটাবাড়ি এলাকার হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে এবং সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
স্থানীয়রা জানান, নিহত রাহাদ, নিরব, সৌমিকসহ ৫ বন্ধু স্কুল শেষ করে নদীতে গোসল করতে যায়। ৫ বন্ধুর মধ্যে তিনজন নদীতে নামলে দুইজন কোনভাবে পাড়ে উঠে আসতে পারলেও রাহাদ সাঁতার না জানায় স্রোতে ডুবে যায়, এ সময় তার দুই বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি দল না থাকায় তারা উদ্ধার অভিযান করতে ব্যর্থ হয়।
পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর রাহাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
ফুলবাড়ি থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনিও আরও বলেন, এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন