গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেবর হালিম শেখের হামলায় ভাবী নামিমা বেগম (৪৫) আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার আমতলী ইউনিয়নের ভুয়ারপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত নাসিমা বেগম বলেন দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির জায়গা জমি নিয়ে হালিম শেখের সাথে বিরোধ চলে আসছিল, সে আমাদের ঘরের চর্তুর পাশে প্রাচির দিয়ে যাতায়াতে প্রতিবন্দকতা সৃস্টি করেছিল এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশ বৈঠক করেছে কিন্তু সে কারো কথা মানে না এঘটনার জের ধরে আজ সকালে আমার ভাতিজা আমরা পারতে গাছে উঠলে দেবর হালিম শেখ তাকে গাছ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এসময় আমি তাকে বাঁধা প্রদান করলে সে আমার উপর হামলা চালিয়ে আমার মাথাসহ বিভিন্ন স্হানে প্রচন্ড আঘাত করে আহত করে এবং আমার কানে থাকা স্বর্নের দুল ছিড়ে নিয়ে যায়। হালিম শেখ উপজেলার ভুয়ারপাড়া গ্রামের রজ্জবালী শেখের ছেলে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিনহাজুল ইসলাম জার্মান বলেন ঘটনাটি শুনে আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম, নিজেদের মধ্যে মালিমামলায় না গিয়ে, দু'পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি স্হানীয় ভাবে আপোষ মিমাংসা করার চেস্টা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন