শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুরেন্দ্রনাথকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা: শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ৪

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে এস.এম মহসিন উল মুলক, মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জি.এম মহিউদ্দিন, মৃত জোহর আলী গাজীর ছেলে মোঃ ফজর আলী গাজ ও শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে উল্লিখিত চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা দায়ের করেন সুরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে চন্দনা রানী মন্ডল। এ মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করায় তাদের গ্রেফতার করা হয়েছে। #

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন