আজ ৮ সেপ্টেম্বর'২২ দুপুরে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নারী কর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগে সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) নামের এক বখাটে যুবককে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ড প্রাপ্ত ওই যুবক ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজরোড পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বখাটে যুবক সজিবুল ইসলাম রুবেল প্রায়ই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত রাশিয়ান এক নারী কর্মীকে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করতো। আজ সকাল ১১টায় ঈশ্বরদী পৌর এলাকার কলেজরোডস্থ বাসা থেকে রাশিয়ান ওই নারী কর্মী রূপপুরে তার কর্মস্থলে যাবার জন্য বের হলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা বখাটে যুবক রুবেল তাকে পূর্বের ন্যায় একই ভাবে উত্ত্যক্ত করতে শুরু করে। এ ঘটনা প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনাটি ঈশ্বরদীতে টপ অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন