ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে নির্যাতনের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। রোববার রাতে থানায় মামলাটি দায়ের করে মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন। গত শনিবার কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ রুহুল আমীন ও তার লোকজন বাড়িতে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে শারীরিক নির্যাতন করে। আহত অবস্থায় মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতিপক্ষের নুরুল আমিন, আল আমুন, রুহুল আমিন, রফিকুল ইসলাম, দুলাল মিয়া, জালাল উদ্দিন ও নাজিম উদ্দিনের নাম উল্লেখ করে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি বদরুল আলম খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন