মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর জেলার ৬৯৬টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচ শতাধিক সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। যে কারণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জনা গেছে, মাদারীপুর জেলায় ৬শ’ ৯৬টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৬৬৭টি। ৬৬৭টি প্রধান শিক্ষকের অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন ৫৩৬ জন। শূন্য রয়েছে ১৩১টি পদ। অবশিষ্ট ২৯টি জাতীয়করণকৃত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কোনো অনুমোদিত পদ নেই। সহকারী শিক্ষকের ২ হাজার ৯৯১টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত রয়েছেন ২ হাজার ৬৮৯ জন। সহকারী শিক্ষকের ৩০২টি পদে কোনো শিক্ষক নেই। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে আরো জানা গেছে, প্রধান শিক্ষক পদে ২৯টি অননুমোদিত পদসহ ১৯৯টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সদর উপজেলার প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১টি ও জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে ৪৬টি নিয়ে মোট ৬৭টি। কালকিনি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ১৬টি ও জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৩৯টি নিয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ ৫৫টি। রাজৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ১২টি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ২৫টি নিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ৩৭টি। শিবচর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ২১টি ও জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ১৯টি নিয়ে প্রধান শিক্ষকের শুন্যপদ ৪০টি। অপরদিকে সহকারী শিক্ষক পদে মাদারীপুর জেলার ৪টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১১টি ও জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে ২২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩৬টি এবং জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৭৯টি পদসহ সহকারী শিক্ষকের ১১৫টি পদ শূন্য রয়েছে। কালকিনি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ২৭টি এবং জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৪৩টি পদসহ সহকারী শিক্ষকের ৭০টি পদ শূন্য রয়েছে। রাজৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৩টি এবং জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩১টি পদসহ সহকারী শিক্ষকের ৪৪টি পদ শূন্য রয়েছে। শিবচর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩৫টি এবং জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৪৯টি পদসহ সহকারী শিক্ষকের ৮৪টি পদ শূন্য রয়েছে। মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। এছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি অবিলম্বে শূন্য পদগুলো পূূরণ হওয়া প্রয়োজন বলে মনে করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন