ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এক টেলিগ্রামবার্তায় পোপ বলেন, রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ব্রিটেনসহ কমওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি ব্রিটিশ রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। খবর আনাদোলুর।
৭০ বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রানির মৃত্যুর পর তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করেছেন এবং ব্রিটেন ছাড়াও ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন।
চার্লস বলেছেন, প্রিয় মায়ের মৃত্যু ছিল তার জন্য এক 'বড় দুঃখের মুহূর্ত।'
বৃহস্পতিবার তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় রানি এলিজাবেথের পরিবার স্কটল্যান্ডের প্রাসাদে জড়ো হয়েছিলেন।
রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়ে ছিলেন।
৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে যুবরাজ হন। রানির মৃত্যুর পর তিনি হলেন ইংল্যান্ডের রাজা। তার উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে তার বড় ছেলে উইলিয়ামের মাথায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন