কুমিল্লার লাকসামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার লাকসামে এ ঘটনা ঘটে।
এদিন লাকসাম উপজেলার আবুল কালাম হাইস্কুলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় উপজেলা বিএনপি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কর্মসূচিতে আসার পথে বাধা দেয়। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ছয় জন।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বিক্ষোভ সমাবেশে বক্তব্যও রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন