শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দৌলতদিয়ায় নদী শাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চাল, ডাল, তেল, আটা, ময়দা, টাকা-পয়সা কিছুই চাই না আমরা, চাই নদী শাসন। এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নদী শাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে ৫নং ফেরিঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাজবাড়ী জেলা আওয়ামী মোটরচালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপুর সার্বিক ব্যবস্থাপনায় পদ্মা পাড়ের সর্বস্তরের জনগনের আয়োজনে কয়েক শত লোকের উপস্থিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আ.লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবলীগ নেতা আতিয়ার রহমান, গোয়ালন্দ বাজার পরিষদের প্রচার সম্পাদক মো. শহিন শেখ, চান মিয়া, ওহাব মোল্লা, আজিমদ্দিন, কবির শেখ, সোহান, পরান, বাদশা, চান্দু, হাসেম শেখ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন