শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যেতে চান নওয়াজ

টেলি সংলাপের জের

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আগামী মাসে তিনি এ উপলক্ষে ওয়াশিংটনে যেতে পারেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে। এনডিটিভি জানায়, গত সপ্তাহে নওয়াজ শরিফ এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর নওয়াজের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। খবরে বলা হয়েছে, শরিফের পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি গত রোববার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সফরের দিনক্ষণ ঠিক করতে। ফাতেমি ১০ দিন ওয়াশিংটনে থাকবেন এবং ট্রাম্প শিবিরের সঙ্গে সাক্ষাৎও করবেন। পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা নিয়েও তিনি আলোচনা করবেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন