বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের প্রকাশিত প্রথম অ্যালবামটি কেমন ছিল, শ্রোতা-দর্শকদের ভালো লাগা মন্দ লাগা, সেই সাথে অ্যালবামটি নিয়ে নিজের আকাক্সক্ষা। এসব স্মৃতিচারণ চিন্তা করেই একুশে টেলিভিশন নির্মাণ করেছে ভিন্নধর্মী গানের অনুষ্ঠান ‘আমার অ্যালবাম’। দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রতি পর্বে অংশ নেবেন একজন অতিথি কণ্ঠশিল্পী। এই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। গানের ফাঁকে ফাঁকে আলোচনা করবেন নিজের প্রকাশিত প্রথম অ্যালবাম এবং নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আসাদুজ্জামান আসাদের প্রযোজনায় প্রতি মঙ্গলবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন