শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ শুধু টিকে নাই প্রথম সারিতে আছে: মতিয়া চৌধুরী

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫০ পিএম

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ শুধু টিকে নাই প্রথম সারিতে আছে। শকুনের দোয়াতে গরু মনে না।

আজ (২৫ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে শেরপুরের নকলার পৌরশহরের মুজিবশতবর্ষ মঞ্চে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টপ-টেন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টপটেন ও ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেনির টপটেন শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন