গলাচিপায় আগুনে দগ্ধ ফাহিমা বেগম (৩০) চার দিন পর গত শুক্রবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান। নিহত ফাহিমা সদর ইউনিয়নের রতনদী গ্রামের ব্যবসায়ী মো. আল আমিনের স্ত্রী। গত সোমবার গলাচিপা শহরের গোডাউন রোডে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফাহিমা দগ্ধ হন। এ সময় ফাহিমাকে বাঁচাতে গিয়ে স্বামী আল আমিনও দগ্ধ হন। গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, দগ্ধ ফাহিমার মারা যাওয়ার খবরটি শুনেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন