কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) জেলার দৌলতপুর ও মহিষাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বারী দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০), ইনতা সর্দ্দার (৪৬) ও এনদাল (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে দৌলতপুর থেকে ভটভটিতে করে তিন ব্যবসায়ী কাঁচামাল কিনতে কুমারখালীর আলাউদ্দিন নগরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে পাশের খাদে পড়ে গাফফার (৩৮), সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) ও ইনতা সর্দ্দার (৪৬) নিহত হন। এসময় আহত হস আরও নয়জন।
অন্যদিকে কুষ্টিয়া-ঝিনাইদ সড়কের মহিষাডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এসময় এন্দাল নামের একজন নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন