শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিংড়ায় সেচপাম্প ও ট্রান্সফর্মারসহ গ্রেফতার-৪

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৯ পিএম

নাটোরের সিংড়ায় চোরাই সেচ পাম্প ও ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার সহ চার জনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। উপজেলার বামিহাল বাজারের আল্লাহরদান টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী দুলাল হোসেনের দোকান ও বাড়ি থেকে ২৫টি সচ পাম্প সহ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার উপজেলার বামিহাল বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি টেলিকম এন্ড ইলেকট্রনিক্স দোকান ও বাড়ি থেকে প্রায় ২৫টি চোরাই সেচপাম্প ও ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার উদ্ধারসহ ৪জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হল উপজেলার ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আবুল হোসেন এর ছেলে মনিরুল ইসলাম (২১), আব্দুল হামিদের ছেলে রাজু আহমেদ (৩০),মুছলেম উদ্দিনের ছেলে কারিম (২৬) ও বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে আব্দুল কুদ্দুস (৫০)। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (১২সেপ্টেম্বর) আটকৃতদের আদালতে সোর্পদ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন