শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

খালেদা জিয়ার কারামুক্তির জন্য দোয়া

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের পাঠান পাড়ার এক মাদরাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বয়াক আমিনুল ইলসাম, জেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বয়াক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মী ও মাদরাসার ছাত্ররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন