পিরোজপুরের মঠবাড়িয়ার ওয়াহেদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জীর্ণ ভবনে বুধবার পাঠদানকালে ছাদের পলেস্তরা খসে পরে কুলসুম আক্তার নামে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহত কুলসুম প্রথম শ্রেণীর শিক্ষার্থী তার ক্রমিক নং ২৩।
কুলসুম আক্তার জানায়, বুধবার ই্ংরেজী ক্লাশ চলাকালে ছাদ থেকে পলেস্তরা পরে তার মাথা ও নাক কেটে যায়। এসময় শিক্ষকরা দ্রুত তাকে মিরুখালী ইউনিয়ন স্বাস্থ নিয়ে গেলে প্রাথমিক চিকিতসা দেয়া হয়।
এ ব্যপারে ওয়াহেদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুনা লায়লার সাথে যোগাযোগ করলে আহত হওয়ার কথা স্বীকার করে জানান, পুরাতন ভবনে একজন শিক্ষার্থীর সমান্য আঘাত লেগেছে। পুরাতন ভবনটি শিগ্রই পরিত্যাক্ত ঘোষনা করা হবে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন