ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে বোমা হামলায় বিচ্ছিন্নতাবাদী এক রুশপন্থী প্রসিকিউটর জেনারেল ও তার ডেপুটি নিহত হয়েছেন। আজ শুক্রবার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশপন্থী বিচ্ছিন্নবাদী কর্তৃপক্ষের প্রসিকিউটর জেনারেল শুক্রবার তার কার্যালয়ে এক বোমা হামলায় নিহত হয়েছেন। এতে তার ডেপুটিও নিহত হয়েছেন।
ভিডিও ফুটেজে প্রসিকিটর জেনারেলের কার্যালয় ক্ষতিগ্রস্থ হতে দেখা গেছে। তবে এই ভিডিও'র সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ৪৪০টির বেশি মরদেহ পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
সম্প্রতি রুশ বাহিনীর দখলদারিত্ব থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইজিয়াম পুনরুদ্ধার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে তার ভাষণে জানিয়েছেন, ইজিয়াম শহরে প্রায় ৪৪০ মরদেহের একটি সমাধিস্থল পাওয়া গেছে। সূত্র : ইন্টারফ্যাক্স
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন