ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হয়েছে। এ ঘটনায় ইমান আলী নামে পৌর যুবদলের আহ্বায়ক আহত হয়। নিহত নয়ন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ও শিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে। গতকাল শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে বিএনপি কর্মীরা আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান সম্বলিত লিফলেট মোল্লা বাড়ি এলাকায় বিতরণ করছিল। এ সময় পুলিশ তাদের ওপর গুলি ছুঁড়লে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হয় ও পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। এদিকে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, লিফলেট বিতরণকালে পুলিশ অতর্কিত হামলা করে নেতাকর্মীদের হতাহত করেছে।
তবে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে থানায় ইটপাটকেল ছুঁড়লে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। থানায় হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন