শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলীয় অসুস্থ্য নেতৃবৃন্দদের আশু রোগমুক্তি কামনায় গতকাল শুক্রবার দুপুরে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে সকলের জন্য দোয়া প্রার্থনা করেন গাজীপুর জেলা বিএনপিসাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে তরগাঁওস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাদরাসা মাঠে আয়োজিত দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়া, শ্রীপুর পৌর বিএনপিসাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবির ও কাপাসিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় অসুস্থ্য নেতৃবৃন্দদের আশু রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্সহ বিভিন্ন মরহুম নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান জামান বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারীর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা প্রমুখ। এছাড়া দোয়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ অসুস্থ্য ইসমাইল হোসেনের বাড়িতে তাঁকে দেখতে যান। এছাড়া বিভিন্ন স্থানে দলীয় মরহুম নেতৃবৃন্দদের কবর জিয়ারত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন