মশিউর রহমান রাঙ্গার পর এবার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।
এ বিষয়ে জিয়াউল হক মৃধা জানিয়েছেন, এটি সম্পূর্ণ আইন-বহির্ভূত। এর আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। জাপা চেয়ারম্যান ২০ (ক) ধারা অনুযায়ী যখন যাকে ইচ্ছা দল তাকে অব্যাহতি দিচ্ছেন। এটা স্বেচ্ছাচারিতার নামান্তর, মানবাধিকার লঙ্ঘন।
এর আগে ১৪ সেপ্টেম্বর দলের প্রেসিডিয়ামসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন