স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির ফর্মুলা দেয়ার কোনো অধিকার নেই বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ফর্মুলা দেয়ার আগে বেগম জিয়ার ভাবা উচিত ছিল তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে কি ধরনের নির্বাচন কমিশন গঠন করেছিলেন। জাতি ভুলে যায়নি, বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিল। আজিজকে দিয়ে তারা ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। সে হিসেবে প্রতিটি আসনে তারা প্রায় ৪০ হাজার ভুয়া ভোটার বানিয়েছিল। বেগম জিয়া ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) আয়োজিত বৃত্তি প্রদান ও ওয়েব সাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান নির্বাচন কমিশনের বিষয়ে হানিফ বলেন, ২০১২ সালে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। সে নির্বাচন কমিশন এখনো বর্তমান। মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমান সব দলের সঙ্গে আলোচনা করে এ কমিশন গঠন করেছেন। তাই বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে স্বচ্ছ নির্বাচন কমিশন।
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি না এসে জ্বালাও-পোড়াও চালিয়েছিল। জ্বালাও পোড়াও করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সে জন্য তারা হামলা চলিয়ে ২ জন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, ৫০০টি ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল এবং ৪৭ জন ভোটারকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছিল বিএনপি সন্ত্রাসীরা। মানুষের ভোটাধিকার হরণকারী বিএনপি আজ কোনো লজ্জায় নির্বাচনের জন্য ফর্মুলা দেয়।
হানিফ আরো বলেন, দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন এগিয়ে যাচ্ছে । আমরা ক্ষমতায় আসার সময় দেশের মাথাপিছু আয় ছিল ৬০০ মার্কিন ডলার, যা বর্তমানে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে আমরা ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশের মাইলফলক স্পর্শ করব। আমরা এক সময় স্বপ্ন দেখেছি আজ আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। আজ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিশ্বব্যাংক আমাদের যোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, শিল্প খাত, শিক্ষা খাত ও প্রযুক্তি খাতের উন্নতির প্রশংসা করছে। আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) নিজস্ব একটি ওয়েব সাইট উদ্বোধন করা হয় (িি.িফঁংধপ.হবঃ)। পরে প্রায় অর্ধশত শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন অতিথিরা।
ডুসাকের সভাপতি নাঈমুল হক রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী, ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সাংবাদিক আহমেদ পিপুল, ডুসাকের সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন