শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কিশোরগঞ্জে শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গত সোমবার বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নে সাহেবেরচর এলাকায় নৌকাবাইচের আয়োজন করে ইউনিয়ন আ.লীগ। দুই কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে নৌকাগুলো বাইচে অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে এসময় নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদের দুই পাড়ে বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধাসহ লাখো মানুষের ঢল নামে।
গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে নৌকাবাইচের আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। প্রতিযোগিতায় ছোট বড় মোট ১৮টি নৌকা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় হোসেনপুর পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিমসহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন