বঙ্গোপসাগরে তলা ফেটে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়াচর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাশের অন্য একটি ট্রলার এসে ডুবে যাওয়া ট্রলারের মাঝিসহ ৬ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের সাগর থেকে ট্রলারে করে কিনারে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার শিকার ট্রলার মালিকের নাম জাফর মাঝী। তার বাড়ি রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া গ্রামে।
জাফর মাঝি জানান, তুফানিয়া চরের কাছাকাছি সাগরে আমরা মাছ শিকার করতেছিলাম। কাল থেকে আবহাওয়া অনেকটা ভালো ছিল।
কিন্তু আজ সকালে হঠাৎ বড় বড় ঢেউ হচ্ছিল। ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ভেতরে পানি ঢুকে ডুবে যায়।
এরপর আশপাশের জেলেরা এসে উদ্ধার করে। কারো তেমন কোন ক্ষতি হয়নি। এদিকে ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য ট্রলার দিয়ে উদ্ধার করার চেষ্টা চলছে।
রাঙ্গাবালী থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, ট্রলার ডুবির ঘটনায় শুনছি, খোঁজ খবর নিয়ে দেখতেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন