পবিত্র আখেরী চাহার সোম্বা ১৪৪৪ হিজরী উপলক্ষ্যে আজ বুধবার বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সাধারন মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন