শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এবারও নানুয়া দীঘির পাড়ে পূজা হবে : এমপি বাহার

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫১ পিএম

পূজা মন্ডবে কোন প্রকার হামলা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি দিয়ে কুমিল্লা-৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, এবারও নানুয়া দীঘির পাড়ে অবশ্যই পূজা হবে। এবার সর্বোচ্চ সতর্কতায় সেখানে পূজা উদযাপন করা হবে।এবার যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায় সেজন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দেয়া হবে। ভয়ের কোনো কারণ নেই। সম্প্রীতির কুমিল্লায় দুর্গাপূজায় কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গতবছর নানুয়া দীঘির পাড়ে পূজা মন্ডপের ঘটনা প্রসঙ্গ তুলে ধরে এমপি বাহার বলেন,গত বছর আমি দেশে ছিলাম না। তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে পূজামণ্ডপে হামলা করেছে। আমি দেশের বাইর থেকে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছি। এ বছর আমরা সর্বোচ্চ সতর্ক আছি। এবার যদি কেউ কোনো পূজামণ্ডপে হামলা করে সে পালিয়ে বাঁচতে পারবে না।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবদুল মান্নান,অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন, র‍্যাবের কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছর কুমিল্লা সিটি করপোরেশনসহ জেলায় ৭৯৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন