শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশে আটক ৭

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে চুনারুঘাট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ। তিনি জানান, এর আগে গত বুধবার ভোরে বাল্লা সিমান্তের ১৯৬৬/২ এস পিলারের দেশের অভ্যন্তরে কেদারাকোর্ট নতুনবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে বাল্লা বিজিবির সুবেদার মো. তোফাজ্জল হোসেন। আটককৃতরা হল- আজমেরীগঞ্জের জিলুয়া গ্রামের রামেন্দ্র নারায়ন চৌধুরীর ছেলে আলয় চৌধুরী (৩০), লাখাইয়ের মুড়াকড়ি গ্রামের নবদ্বীপ দাসের ছেলে গোপাল দাস গোস্বামী (২৭), সিলেটের বালাগঞ্জের চাঁদপুর গ্রামের রবীন্দ্র কুমার দাসের ছেলে রঘুনাথ দাস লিটন (৪৩), হবিগঞ্জের নোয়াহাটি গ্রামের হরেন্দ্র তালুকদারের ছেলে অভি তালুকদার (৪৫), সুনামগঞ্জের দিরাইয়ের দৌওজ গ্রামের শ্যামল চন্দ্র রায়ের ছেলে শিবাজি রায় (৪১), হবিগঞ্জের সুলতানপুর গ্রামের মনিন্দ্র চন্দ্র গোপের ছেলে রতিন্দ্র চন্দ্র গোপ (৫১) ও চুনারুঘাটের টিলা গ্রমের মৃত মর্তুজ আলীর ছেলে সাহাব উদ্দিন (৩৭)। এ সময় চুনারুঘাটের কেদারকোট গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৫০), একই গ্রামের মৃত ভিমরাজ মিয়ার ছেলে মিজান (৩৫) ও আব্দুল নূরের ছেলে মো. কাদির (৪০) পালিয়ে যায়। পরে বিজিবির নায়েক মো. আল-আমিন বাদী হয়ে আটককৃতরাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন