শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিশু ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার এবং ডড়ৎষফ ঈযরষফ ঈধহপবৎ (ডঈঈ, টক)-এর সহযোগীতায় শিশু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ক্যান্সার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার কোষাধ্যক্ষ মো. নূরুল আবসার। তিনি অতিথিদের স্বাগত জানান এবং শিশু ক্যান্সার সচেতনতা মাসের গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি সবসময় আশিকের পাশে থেকে আশিককে সাপোর্ট করবেন বলে জানান।এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন নিওন্যাটাল পেডিয়াট্রিক এবং শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. সাজেদুল হক। বিশেষ অতিথি উপস্থিত সকল চিকিৎসক ও নার্সদেরকে শিশু ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রতি মানবিক হতে পরামর্শ দেন। তিনি আশিকের সাথে সবসময় থাকবেন বলে আস্বস্ত করেন। উনি আশিকের কার্যক্রম সমূহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করার জন্য অনুরোধ করেছেন। আরো উপস্থিত ছিলেন, শিশু বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. কাওসার হোসেন, সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি আশিককে সবসময় সাপোর্ট করবেন বলে আস্বস্ত করেছেন এবং যে সকল হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা হয় রোগীদের সেখানে পাঠাবেন বলেছেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন নিওন্যাটাল পেডিয়াট্রিক এবং শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহাবুবুল আলম। তিনি আশিক-এর ভলান্টারি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সবসময় আশিক এর পাশে থাকবেন বলে জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন