শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

এক রাতে আড়াই লাখ টাকার গরু চুরি

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির হিড়িক পড়েছে। উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলনা গ্রামের মো. এমদাদুল হক মোড়ল মানিক মাস্টারের পালিত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের তিনটি গরু চুরি করে সংঘবদ্ধ চোর চক্র। এ বিষযে ভোক্তভোগী মো. এমদাদুল হক মোড়ল (মানিক মাস্টারের) জানান, আমি শিক্ষকতার পাশাপাশি গরু পালন করে থাকি। এই সময় আমি তিনটি গরু পালন করছিলাম। যার মধ্যে একটি লাল রঙের গাভি, একটি ষাড় বাছুর ও একটি দামুর গরু ছিল। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে গোয়ালে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যাই। পরদিন শুক্রবার ভোর পাঁচটার দিকে গোয়াল ঘরে এসে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গরুগুলো নেই। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ছাইফুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়ায় আমরা কাজ করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন