শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পটিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। সচিব নয়ন ভট্টচার্য্যরে সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, ইউনিয়ন আ.লীগের সভাপতি অসিত বড়ুয়া, সাধারণ সম্পাদক মর্তুজা কামাল মুন্সি, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক শাহেদ উদ্দিন সুমন, পূজা উদযাপন পরিষদের সভাপতি যদু রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে, অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির, অধ্যক্ষ বৌধিমিত্র মহাথেরো, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আবু তৈয়ব চৌধুরী, স্বামী পরিতোষ নন্দগিরি মহারাজ, উদয়ন বড়ুয়া, এসআই এরশাদ দৌলা, প্রধান শিক্ষক পার্থ সারথি সাহা, মো. ইসমাইল, মো. ইসহাক, মহিউদ্দিন জসিম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মো. হাসান, বখতিয়ার উদ্দিন বকুল, তাহসিনা আকতার, আবুল হাসান, রুমেন বড়ুয়া, আনন্দ দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি মানব সমাজে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন