মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেরাব হোসেন মাহিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ সৌরভ হোসেন শিমুলের পুত্র। স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার একটি গ্যারেজে অটোরিকশা চার্জ থেকে খোলার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন