শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীদের আমরণ অনশনের ডাক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩ এএম

আমরণ অনশনের ডাক দিয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত নেত্রীরা। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তারা এ সিদ্ধান্ত জানান।

বহিস্কৃত সহ-সভাপতি সোনালী আক্তার ও সুস্মিতা বাড়ৈ এ তথ্য নিশ্চিত করেছেন। দাবি আদায়ে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরণ অনশন করবে জানান তারা।

এর আগে গত রাতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এই কমিটির ১৬ জনকে বহিষ্কার করা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপরই আন্দোলনের ডাক দিলেন বহিষ্কার হওয়া নেত্রীরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন