শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দাউদকান্দিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে আরিয়ানকে উদ্ধার করেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সতানন্দী গ্রামের আলী আজগরের শিশুপুত্র আরিয়ানকে (৩) গত সোমবার আসামি খাদিজা দোকানে নেবার কথা বলে নিয়ে যায় পরবর্তীতে আরিয়ানের পরিবার দীর্ঘ সময় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দাউদকান্দির সার্কেল মোহাম্মদ ফয়েজ ইকবাল দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ভুঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে কুমিল্লার কান্দিরপাড় থেকে আসামি আহসানল্লাহকে গ্রেফতার করে। আসামি আহসানল্লাহ-এর তথ্য মতে কুমিল্লার উলুরচর পশ্চিমপাড়া জনৈক জসিম উদ্দীনের বসতবাড়ি থেকে আসামি খাদিজাকে গ্রেফতার করে এবং ভিকটিম আরিয়ানকে উদ্ধার করে। আসামিরা হলো- চান্দিনা থানার পরচংগা গ্রামের জাকির হোসেনের পুত্র আহসানউল্লাহ (৩৫), খাদিজা আক্তার, স্বামী আহসানুল্লাহ গ্রাম দক্ষিণ সতানন্দি (ভাড়াটিয়া) দাউদকান্দি কুমিল্লা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন